সারা বাংলাদেশে একযোগে ফেসবুকের সার্ভার ডাউন

মোট দেখেছে : 368
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

৫মার্চ মঙ্গলবার রাত ৯ঃ২০ মিনিট নাগাদ সারা বাংলাদেশে একযোগে ফেসবুক ব্যবহারকারীদের একাউন্ট লগ আউট হওয়ার খবর ছড়িয়ে পড়ে। প্রথমে ব্যবহারকারীরা একাউন্ট হ্যাক হওয়ার সন্দেহ করলেও পরবর্তীতে বাকি সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার একসাথে একাউন্ট লগ আউট হওয়ার খবরটি নিশ্চিত হওয়া যায়।

মেটার আওতাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আদৌ কোন সাইবার হামলার শিকার হয়েছে কি না তা এখনো সঠিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তবে ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক ওয়েব নিউজের বরাতে এটি নিশ্চিত যে সমস্যাটি কোন ব্যক্তিকেদ্রিক অথবা কোন অঞ্চলকেন্দ্রিক নয়। সারাবিশ্বের ইউজাররা এই একই সমস্যায় পড়েছেন। ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি প্রায় দেড় ঘন্টায় একশো মিলিয়নের কাছাকাছি লোকসানে পতিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বড় কোন সাইবার হামলার শিকার হয়েছে কিনা সেটি জানার জন্য হয়তো আরো কিছু সময় অপেক্ষা করতে হতে পারে জনপ্রিয় এই যোগাযোগ মাধ্যমের ইউজারদের।
উল্লেখ্য, ফেসবুকের পাশাপাশি মেটার আরেকটি প্রতিষ্ঠান ইন্সটাগ্রামেও লগইন করতে পারছেন না ইউজাররা। মনে করা হচ্ছে ফেসবুকের সাথে ইন্সটাগ্রামের ইন্টার কানেক্টেড লিংক থাকায় ইন্সটাগ্রামেও একই সমস্যা ফেস করতে হচ্ছে সবাইকে। তবে মেটার অপর একটি প্রতিষ্ঠান হোয়াটসএপ এখনো সচল আছে বলে নিশ্চিত হওয়া গেছে।

আরো দেখুন

সর্বশেষ ফটো