বিশ্ববাজারে হঠাৎ করেই বেড়ে গেলো স্বর্নের দাম

মোট দেখেছে : 552
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

টানা দরপতনের পর বিশ্ববাজারে বাড়লো সোনার দাম। হঠাৎ করেই বিশ্ববাজারে সোনার দামে এই বড় উত্থান হয়। গত সপ্তাহ শেষে প্রায় এক লাফেই প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৩৬ ডলার। এতে সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দাম . ঊর্ধ্বমুখীই থাকলো।


এই উত্থানের আগে বিশ্ববাজারে টানা দরপতন চলছিল সোনার। এসময় এক মাসের মধ্যে প্রতি আউন্স সোনার দাম ১৩৫ ডলার কমে যায়। 

যার দরুন দেশের বাজারেও দু’দফায় সোনার দাম কমানো হয়। 

তবে  বিশ্ববাজারে সোনার এমন দাম বাড়লেও এখনই দেশের বাজারে বাড়ানো হচ্ছে না বলে জানান বাংলাদেশ জুয়েলার্স সমিতির সংশ্লিষ্টরা। আগামী মঙ্গলবার পর্যন্ত 

পরিস্থিতি দেখার পর দেশীয় বাজারে স্বর্নের দাম নির্ধারণ করা হবে বলে জানানো হয়। মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠক নির্ধারণ করা হয়েছে।

দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে বিশ্ব বাজারের সাথে মিল রেখে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।



উলেখ্য গত দফায় দরপতনের আগে, টানা ছয় দফা দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছিল। 

যাতে আগের সব রেকর্ড ভেঙে দেশীয় বাজারে স্বর্নের দাম ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছায়।

আরো দেখুন

সর্বশেষ ফটো