অনেক বছরের সংগ্রাম আর চেষ্টার পর সবকিছু ঠিকঠাক হতে চলেছিল ৪৮ বছর বয়সী সৈয়দ মোবারক হোসেন কাউসারের পরিবারে। ইতালি থেকে এসেছিলেন সুখবর নিয়েও। ১৮মার্চ স্বপরিবারে ইতালি যাওয়ার কথা ছিল এই প্রবাসীর। ভিসা আয়োজন সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। কিন্তু বেইলির আগুন মুহুর্তেই কেঁড়ে নিলো সব স্বপ্ন আর একই পরিবারের পাঁচ-পাঁচটি তাজা প্রাণ।
বেইলির আগুন কেঁড়ে নিলো ইতালি ফেরত প্রবাসীর পুরো পরিবার





ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউসার (৪৮) সদ্য দেশে আসেন তাঁর স্ত্রী সন্তানদের ইতালি নিয়ে যাওয়ার জন্য। সপ্তাহ দুয়েক পরেই তাদের ইতালি যাওয়ার কথা। এর মাঝেই পরিবারের সাথে একটু ভাল সময় কাটানোর উদ্দেশ্যে উক্ত ভবনের একটি রেস্টুরেন্টে খেতে আসেন মোবারক। রাত আনুমানিক ৮টার দিকে স্ত্রী স্বপ্না (৩৮), মেয়ে সৈয়দা তাশফিয়া (১৭), সৈয়দা নূর (১৫) ছেলে সৈয়দ আব্দুল্লাহকে নিয়ে কাচ্চি ভাই নামক রেস্টুরেন্টে ওঠেন তারা। দীর্ঘদিনের লালিত নতুন সূচনা উদযাপনের জন্য পরিবারটি বাংলাদেশী আইটেম কাচ্চি বিরিয়ানি খাবার সিদ্ধান্ত নেয়। তবে ঘটনাস্থলে প্রবেশের খানিকক্ষণ পরেই দুর্ঘটনাটি ঘটলে সেই স্বপ্ন ভেস্তে যায় মুহুর্তের মধ্যেই। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন খেতে আসা পরিবারের সবাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজনের মরদেহ নেয়ার সময় নিহতের চাচাতো ভাই সৈয়দ রিয়াদ ঘটনাটি এভাবেই সংবাদমাধ্যমে বর্ণনা করেন।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে প্রবাসী মোবারকের গ্রামের বাড়ি। ঢাকার মগবাজার এলাকার বাসিন্দা এই পরিবারটি।