আইপিএলে সর্বোচ্চ প্যাট কামিন্সের ২০কোটির রেকর্ড ভাঙ্গলেন মিচেল স্টার্ক

মোট দেখেছে : 179
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

মাত্র কয়েক ঘন্টার ভেতরেই নিজ সতীর্থ প্যাট কামিন্সের ২০কোটির রেকর্ড ভাঙ্গলেন অজি তারকা মিচেল স্টার্ক। যার দরূন একই দিনে দুই দুইটি রেকর্ড দেখলো আইপিএল ভক্তরা। দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল নিলামের টেবিলে মঙ্গলবার রীতিমত ঝড় ওঠে অজি তারকা মিচেল স্টার্ককে নিয়ে। কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্স এর মধ্যে তুমুল দর কষাকষির এক পর্যায়ে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৪ কোটি ৭৫লক্ষ টাকার বিড করে বসে কলকাতা। ব্যাস! এতেই ক্ষান্ত হয়ে পড়ে গুজরাট। সাথে সাথে স্টার্ককে পকেটে পুরে নেয় কলকাতা।

উল্লেখ্য, মিচেল স্টার্কের বিড আসার আগে ওইদিনই আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ২০কোটি ৫০লক্ষ টাকায় আরেক অজি তারকা প্যাট কামিংসকে পকেটে পুরে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। একই দিনে দুই দুইজন অস্ট্রেলিয়ান তারকাকে টুর্নামেন্ট ইতিহাসের সর্বোচ্চ বিডে ফ্র্যাঞ্চাইজিরা কিনে নেয়ায় একটু হতবাকই ক্রিকেট বিশ্ব। অনেক ক্রিকেট বিশ্লেষকরাই এটাকে হাইপ বলে আখ্যায়িত করছেন। কেননা অর্থের অংকে এর আগে কখনোই কোন ক্রিকেটারের এমন প্রত্যাবর্তন দেখা যায়নি আগে।

এর আগে গত মৌসুমে ইতিহাসের সর্বোচ্চ নিলামে ১৮কোটি ৫০লক্ষ টাকায় ইংলিশ তারকা ক্রিকেটার স্যাম কারানকে কিনে নিয়েছিল পাঞ্জাব কিংস। যদিও স্যাম কারানকে এবার দামের দিক থেকে ছাড়িয়ে যাওয়ার শুরুটা করে দেন প্যাট কামিংস। মাত্র ২কোটি ভিত্তি মূল্যে কামিংসকে নিলামে তুলা হলেও দলগুলোর দরকষাকষির এক পর্যায়ে তা ২০কোটি ছাড়িয়ে যায়। যার দরুন আরেক অস্ট্রেলিয় তারকা মিচেল স্টার্কের ভাগ্য খুলে অনায়াসেই এবং নিজ দেশের তারকাকেও দামে ছাড়িয়ে যান স্টার্ক। বনে যান আইপিএল নিলাম ইতিহাসের তারকার তারকা।

প্রসঙ্গত, ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের পর থেকেই গুঞ্জন উঠেছিল এবারের আইপিএল মৌসুমে হয়তো চড়ামূলে কিনতে হতে পারে অহি ক্রিকেটারদের। ঠিক এমনটাসি হলো। নিজের দলে সাম্প্রতিক বিশ্ব সেরাদের ভিড়াতে টাকার কোন কারপন্যই করছেনা ফ্র্যাঞ্চাইজি গুলো। কামিংস-স্টার্কই তাঁর প্রমাণ! 

আরো দেখুন

সর্বশেষ ফটো