বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার ওডিআই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে এক ধরনের অপমান করেই মাঠ ছাড়ালো বাংলাদেশ।
৫০ ওভারের ম্যাচ মাত্র ১৩ ওভারেই শেষ করে দিলো বাংলাদেশ





সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজ নির্ধারনী ম্যাচে আয়ারল্যান্ডকে মাত্র ১০১ রানে আটকে দেয় টাইগারদের আক্রমণাত্মক পেস বোলিং স্কোয়াড।
শুরুতেই আঘাত হানেন তরুণ পেসার হাসান মাহমুদ। একে একে ৩টি ইউকেট শিকার করেন বাংলাদেশের এই বোলার। প্রথম পাওয়ারপ্লেতে ৩উইকেট
হারিয়ে দিশেহারা হয়ে পড়ে আইরিশ ব্যাটিং অর্ডার। তার পর একে একে তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন তাদের কোয়ালিটি বোলিং শো করতে থাকেন।
তাসকিন আহমেদ তার ঝুলিতে যোগ করেন ৬উইকেট এবং এবাদত হোসেন যোগ করেন ২উইকেট। পরে হাসান মাহমুদ আরো দুই উইকেট যোগ করে নিজের ক্যারিয়ারে
ফাইফার অর্জন করার গৌরব লাভ করেন। সব মিলিয়ে টাইগারদের পেস বোলিং স্কোয়াড কাল হয়ে দাঁড়ায় আয়ারল্যান্ডের সামনে আজ। স্পিনারদের তেমন কষ্টই করতে
হয়নি এই ম্যাচে।
জবাবে তামিম ইকবাল ৪১ (৪১) এবং লিটন কুমার দাসের ৫০(৩৮) ক্ষিপ্র ব্যাটিংয়ে মাত্র ১৩ওভার ১বলে কোন উইকেট না হারিয়েই সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।
এই ম্যাচেও রেকর্ড বুকে নাম লিখালো বাংলাদেশ। এই প্রথম ওয়ানডে ম্যাচে ১০ উইকেটের জয় পেল বাংলাদেশ।
উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরীতে ৩৫৯রানের বিশাল রানের পাহাড় গড়ে দিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু শেষমেশ ওই ম্যাচ বৃষ্টির কারনে পরিত্যক্ত
ঘোষণা করা হয়। না হলে হয়তো দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে পারতো বাংলাদেশ। আজকের ম্যাচে বিশাল ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নেয় টাইগাররা।
বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টি২০ অনুষ্টিত হবে ২৭ মার্চ সোমাবার, সময় বিকাল ২.০০ ঘটিকা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
২য় টি২০, মার্চ ২৯ বুধবার, সময় বিকাল ২.০০ ঘটিকা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
৩য় টি২০, মার্চ ৩১ শুক্রবার, সময় বিকাল ২.০০ ঘটিকা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।